এই সময় কি চেয়েছি?


আগের মত স্বচ্ছ আলো নেই
ধীরে ধীরে অন্ধকার ঢুকে পড়ছে
আমার ভেতর তোমার ভেতর


গোপনে সম্পর্কের অলিতে গলিতে
অচেনা নৌকা এসে ভিড় করে
নিঃসঙ্গ পা দুটো হেঁটে চলে
নির্জন নদীচরে


ছোট রাগ ছোট অভিমান
ঢুকে পড়ে ঘ্রাণের ভেতরে
হারিয়ে গেছে কত বেদনা
ফেলে আসা পথ
সেই সব রাস্তা


নির্ঘুম রাতে ঘিরে ধরে
সেইসব অনেক কথা।