রাত হলেই আমার বিছানার পাশে এসে দাঁড়াবে মেঘপরী
দুঃখী দুঃখী ভাব করে ফ্যাকাশে মুখে
তারপর বিষাদের স্পর্শগুলো ছড়িয়ে দেবে আমার রক্তশূন্যতার শরীরে


সাদা আর ফ্যাকাসে মানেই তো মেঘ


একসময় ওরা উড়ে উড়ে চলে যাবে তোমার বাড়ি


বিচ্ছেদ আর বেদনার চাদর পড়ে তুমি শুয়ে আছ
যখন নড়েচড়ে উঠবে তখন বুঝবে
তুমি আসলে একটা মেঘ


তুমি তো দুঃখের শহর চেন না
দুঃখের রং তোমার জানা নেই
একবার আমার শরীর স্পর্শ করলে
তুমি দুঃখ পড়ার শব্দ শুনতে পাবে ৷