আত্মার প্রাচীর ঘিরে অনন্ত দুঃখ
ডুবে যেতে থাকে বসন্তের স্বপ্ন
বৃষ্টির ঝিরঝির গান দিনভর বেজে যায়
ভাঙা পাঁজরের ভেতর
দুঃখের মেঘের শোক
পাঁজরে জমে থাকা বিষাদ
হৃদপিণ্ডে জমে হয় পাথর।


এইভাবে ডুবে থাকে ভলবাসার ঘর


পৃথিবীর মায়াচিহ্ন একদিন মিশে যাবে মাটির ঘ্রাণে


জীবন থেকে ঝরে যাবে প্রতিটি আলো
জোনাকি হয়ে আকাশের আনন্দে নক্ষত্র সাজাবে।