(এক)


সবাই চলে যায় বিস্মৃতির গভীর সমুদ্রে
মুঠো মুঠো মৃত্যু নিয়ে আগুণ জ্বালায় শ্মশান
একাকী মেঘ শ্রাবনের শেষ রাতে
শীতল পায়ের চিহ্ন রাখে পৃথিবীর বুকে
যদি অশ্বের খুড়ে জাগাতাম ভালবাসা
মুঠো মুঠো ভালবাসা ছড়াতাম পৃথিবীর বুকে ৷৷


              (দুই)


বরফ ভেজা কালো আকাশ যখন...
নির্যাস ঢালে আধমরা বকুলের শরীরে
তার হৃদয় শোভিত হয়
পাতায় যেন সমুদ্রের ঢেউ তোলে
তখনও মৃত্যুর শিয়রে নীরব বীনা
বরফের নরম ছোঁয়ায় বেজে চলে ৷৷