একটি পাতার অবুঝ মনে
ছূঁয়ে দেখেনি তার অনুভূতি
নির্জন ঘরে কয়েকটি নিষিদ্ধ ভঙ্গুর শব্দ
"তুমি শুধু আমার থেকো"।


জীবনে এভাবেই কতকিছু হারিয়ে যায়
আবার নতুন করে গড়ে ওঠে কতকিছু
সূর্যের আলো ফুটলেই যেমন
হারিয়ে যায় অন্ধকার।


চোখ থেকে মস্তিষ্ক
এই ছোট্ট পথ
এখনও কত নিষিদ্ধ
তোমার মন ছুঁয়ে দেখেনি


অনুভূতির রঙে বিভোর এখন।


রক্তিম সাগরবেলায় রেখে এলাম অনেক ঝিনুক
তুমি তুলে নেবে বলে।