ভোরের তাজা আলোর মতোই সুন্দর
ঝর্নার মতো ঈর্ষণীয় তুমি
তবে তোমার এতো দুঃখ কীসের


তোমার জন্য রেখে যাচ্ছি
ব্যর্থতা ঢাকা এক কৃষ্ণাঙ্গ মেঘ


তুমি রোজ কাকে ফোন করো
তখন তোমার মুখ আবেগঘণ মনে হয়
যেন দীর্ঘ উষ্ণতার পর
বিষাদময় বর্ষার আগমন


আজ বাতাস বড়ো নীরব
আমি কথা দিচ্ছি
আমার ভালবাসা তোমায় স্পর্শ করবে না
যে যন্ত্রণায় তুমি কুঁকড়ে যাও মধ্যরাতে


আমার ঈর্ষা, আমার লজ্জা।