মায়ের পায়ের ভাষা হয়ে
ফুটে উঠুক আমার মন
মা যে আমার
তাকে রাখতে চাই বুকে


আমার চৈতন্য হউক
যতই থাকি বিদেশে
মাকে যেন ভুলতে না পাই
তাকে যেন হৃদয়ে রাখি


বীর শহিদদের রক্ত
কখনো যাবে না বৃথা
আবার শপথের মালা পড়ি
আমার তোমার গলায়


এখনো আছে ওরা
আনাচে কানাচে ঘোরে ফেরে
ফিস ফিস করে বলে গেল
সালাম, জব্বার, শফিক. বরকত ও রফিকেরা ৷৷