ঝরে পড়া দিন উদাস দুপুর
আমবাগানের ঘন ছায়া
হাত বাড়ালে আর বন্ধু নেই
শুধু নিরাকার হাওয়া
আমার শরীর ছোঁয়


পুরনো দিনের কাছে
যদি কিছু চাই
সে তো যদির কাছে ক্ষমা চাওয়া


আমার প্রতিবেশী মুখগুলো
বহুত্ব ভাবনার মুখোমুখি
ঢিলেঢালা জীবনে অনেক কথা
বাকি থেকে গেল তলানির উপহারে
এরপর কবে দেখা হবে তাও জানিনা


নিরাকার শব্দ ঝরে পরে উদাস দুপুরে।