একদিন এখানেই আমার শৈশব ছিল
কাঁসাই নদীর ধারে বিষাদশূন্যভাবে বসে থাকতাম
আনন্দঘন চোখে কোনও বিকেলে সূর্যের দিকে তাকাতাম
তার আস্তিন ছুঁলে দেখা যেত সেখানে থেমে আছে রামধনু রং


এক নদী বর্ষা আসার আগে গাছে গাছে বসন্ত বাঁধে ঘর
প্রেমিকেরা শেখে কোকিলের বর্ণমালা
সোনালী জল থেকে উঠে আসত মেয়েদের
ভেজা আঁচলে ঘেরা অবয়বরেখা


ভালবাসা ফুটে উঠেছিল শর্তহীন
সে সব গল্প এখন অতীত
রোদউঠোনে গল্পরা শুয়ে আছে ভিজে চুলে


গল্পর খাঁজের কাছে মুখ ঘষে
অবর্ণ অতীতের কথা ৷