যেন ভাতের ঢাকনার মতো
বৃষ্টি উথলে ওঠে ঘুমিয়ে থাকা মাঠে পুকুরে
থোকা থোকা সাদা মেঘে অভিমান থই থই করে
আকাশ চুঁইয়ে নামা বৃষ্টির ফোঁটা
মেঘ উড়ে যায় আকাশের গোলাপি ঠোঁটে
সূর্যের মান অভিমান বৃষ্টি আর রোদে,


গাছের নীচে খেলার সাথী ভেজা হাওয়ায়
এখনো দাঁড়িয়ে দেখে....
বৃষ্টির ফোঁটায় গাছের পাতা নেচে ওঠা,


খেলা ভাঙার খেলা চলতে থাকে
দুই হাতে ছুঁয়ে থাকি বৃষ্টির গন্ধ
মনের ভেতর জমে থাকা মগ্ন জলকণা
রোদ মেঘ বৃষ্টি কুয়াশায় দু'চোখ ভরে ৷