দু' চোখের মণি, মাঝে মাঝে কেড়ে নেয় সমুদ্রের ঢেউ
রোদ এসে বিঁধে দেয় বালির চোখ
এখন ঝলমল সমুদ্র তট ,


ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাকায় বালির তট
তারপর দৃষ্টির অন্তরালে হারিয়ে যায় ,


মাঝ সমুদ্রে নাবিকবিহীন নৌকো
ঢেউয়ের পর ঢেউ আসে
অনন্ত জীবন ঘুরে যাচ্ছি
কোনও পথ নেই
কোনও গন্তব্য নেই
কোথাও যাওয়ার তাড়া নেই
শুধু সমুদ্রের বুকে গা ভাসিয়ে দেওয়া ,


কোনও অতীত নেই
কোনও ভবিষ্যত নেই
শুধু বর্তমান ,


সমুদ্র ছুঁয়ে যাচ্ছে দৃষ্টিহীনের মতো
তাকে অনুভব করছি সারা শরীর দিয়ে ৷৷