ফাগুন দুপুরে দখিণ বাতাস
চুপি চুপি বলে গেল বসন্ত এসেছে
শীতের দুঃখ আঁচল দিয়ে ঢাকি
শিমুল-পলাশ-কৃষ্ণচুড়ায় ঝড় উঠেছে


ভালবাসার আগুন ছড়াতে চাইনি
হয়তো মনের দরজায় তাই ফুল ফুটেনি


শুকনো ডালে বসন্তের পাতা
আমার ব্যর্থ মনে ঋতুরাজের আগমন কই
উপেক্ষার ব্যথা কেন দাও মনে
নিশিদিন একাকী রই


মনোমুগ্ধকর বসন্ত এসেছে
সুন্দর নির্মল বাতাস বইছে ৷৷