আকাশেতে ওড়ে একঝাঁক পাখি
ফুলের গন্ধে ফিরে আসে ছোটো একটা মন
থোকা থোকা সাজানো মেঘের দল
এই গন্ধ এই পাখি ভরিয়ে তোলে কিছুক্ষণ


সাত সমুদ্র পেরিয়ে ফিরে আয়
চায় যে তোকে এই মন
একবার ফিরে আয়
তোকে দেবো এক আকাশ উঠোন


ঘর আমার রয়েছে শূন্য
তুই ছিলি ভীষণ খাঁটি
শীতদুপুরে একবার আয়
মিঠে রোদে পা মিলিয়ে হাঁটি


এই মাটি ডাকছে তোকে
একলা বসে আছি আমি
মেঘ জমেছে বৃদ্ধ চোখে
নেই যে আমার স্বামী


সাত সমুদ্র পেরিয়ে
স্বাদের খাঁটি জীবন
আয়রে ফিরে আয়
এই দেশেতেই পাবি ধন ৷৷