নিসর্গ ভোরে হাঁটছে পাঁচ সুন্দরী
দৃষ্টি কাড়ে মেঘমুক্ত আকাশ
মুখেতে তাদের ঘামের ফোঁটা
নীল মেঘের ভেলা
বৃষ্টি এলো না আকাশ ছেয়ে


গ্রীষ্ম তো এসে গেছে!


আমাদের টিকে থাকা ও বাঁচা
মেঘ ঘুমিয়েছে নদীর বুকে
তালপুকুরে বুনোহাঁসরা ভাসে


নিঃশব্দে দাঁড়ালে এসে
পাপের খড়ম পড়ে
ঈশ্বর তখন মৃদু হাসে


কালো পোশাক পড়ে
চলো,নদীর জলে জড়ো হই
যদি মেঘ হতে পারি নিমেশে ৷