মেঘে ঢাকা দুঃখগুলো


শে খ র  ঘো ষ


আমার দুঃখগুলো মেঘে ঢাকা তারার মতো
কখনো কখনো তার দেখা পাই
কিছুতেই আমাকে ছেড়ে যায় না ফিরে
আমার কষ্টগুলো ভোরের কুয়াশার মতো
কুয়াশার জমাটগুলোও ভাঙতে পারে না
শহরে জমাট বাঁধে শীতের দাপটে
নাগরিক অভিশাপে আমার কবিতারা ভেসে যায়
ঠান্ডায় কুঁকড়ে পড়ে স্যাঁতসেঁতে ভালবাসা
হঠাৎ শব্দ শোনে মহিরুহ পতনের
মিঠে রোদের আলোর ঝরনায়
তুমি আর আমি মুখোমুখি
নীরবতার গান শুনি


মনে তার ভীড় করে ফুরফুরে পালতোলা দিনগুলো
ফাঁকা মনে দিবারাত্রি টানে স্মৃতি
ধুলো আর দাবি সব যেন সমুদ্রে মেশে
তুমি আর আমি মুখোমুখি
নীরবতা পালনের গান শুনি ৷