মনের ভেতর চাঁদ আছে
আমি কি বুড়ো হয়ে গেছি?
হয়নি তো
যদি দৃষ্টি কমে যায়


তুমি কাছে এলে
অল্প আলোর ভেতর
জানো তোমার সম্পূর্ণ মুখ দেখতে পাই
তোমার ঠোঁট তোমার অনাবৃতা বুক


আদিগন্ত অন্ধকার না আসে


ডালিম গাছের নিচে
ঘন সবুজ ঘাসের উপর
যখন বসে থাকি
আলো আর অন্ধকারে
তোমার ডালিম খাওয়া দেখি


পায়ের নুপুর সুর তোলে


মনের ভেতর চাঁদ আছে
খুলে রেখো মনের দরজা।