মৃত্যুর কথা কে ভাবে


শে খ র  ঘো ষ


এই হলো জীবনের বেঁচে থাকার অর্থ
মৃত্যুর পরোয়ানা সঙ্গে আছে
এই কথা কেনা জানে
আমার এখনো অনেক বাকি প্রবীণ হওয়া


নিচু ঘাসে রহস্য ঘনিয়ে গেলে
প্রবীণেরা ভাষ্য লেখে চোখের হলুদ পাতায়
একদিন পাতারা ঝরে পড়বে
বসন্তশূন্য এক তীব্র শীতে
তারপর লুপ্ত হবে চাঁদ
শষ্যক্ষেতের জ্যোৎস্না রেখা
খসে যাবে আলো
অন্ধকারে হাত বাড়াবে মুছে দিতে
অসমাপ্ত শব্দ।


মৃত্যুর কথা কে ভাবে।