বুকের ভেতর খেলা করে শব্দহীন নদী
মেঘের আনাগোনা সকাল থেকে গুড়গুড় শব্দ
ধূসর মনের ভেতর ধৈর্য ধরে অপেক্ষা করে
না বলা শূন্য কিছু ভালবাসা


তেমন করে কেউ দাঁড়াল 


অন্য হাওয়ায় উড়ছে তোমার কালো চুলের ডানা


এবার কিছু বলবই তোমায়


বিন্দু বিন্দু ঘাম জমে মুখে আমার ৷