প্রতিদিন সংগ্রাম হয়
তবুও রক্তপাত থামে না
আমরা সাধারণ মানুষ
দুটো খেতে পারলেই খুশি হই৷


মিছিলের শরীর রক্তে ভিজে যায়
রাস্তা ভেজে, জামার টুকরো ভেজে
স্লোগানের গায়ে বাজে রক্ত গান৷


আদর্শ এলোমেলো, ভাবনা নেই, স্হাপিত মন নেই
জীবন ভেসে যায় অন্ধকার জলে,


সময় চুরি করে গাছের ছায়া
প্রতিদিন ভিখিরি বানায়৷


এবারও জয় করা গেলো না


আসলে নষ্ট হয়েছে কবিতার পাতা
ফুটো হয়েছেআদর্শের নৌকা


নির্জনে একটু একটু করে ডুব দেয়৷৷