যুবতী ঝরনার জল
কখন যেন ডাক দিয়ে যায়
বিরহের ব্যথা পাথরে এসে
নগ্ন পায়ে মাথা ঠোকে


দুদিনের জন্য এসেছি
তুমি- আমি- সবাই


দূর থেকে দেখি তার
পোশাক ছড়িয়ে আছে
ঝরনার কালো জলের পাশে


ওই যুবতী ঝরনার জলে
তোমাকে মাথায় নিয়ে
মরে যেতে চাই


আমি উড়ে যেতে চাই
বৈশাখী ঝড়ে
নির্জন মেঘের আড়ালে


আমার যে তোমার ভেতর
আর ঢোকা হলো না ৷৷