জীবন যন্ত্রনার পাশ কেটে
দুরে বহুদূরে পালাতে চাই
জীবনকে গভীর ভালবেশে
পালাতে পারি কই ?


মন কেঁদে ওঠে
খাদ্য ভেবে অভুক্ত শিশুরা
খুঁটে খুঁটে খায় পিঁপড়ের ডিম


সবার তো একটা মন আছে
একটা ফুলের মতন...


উত্তরকালের সামনে এসে দাঁড়ালে
টিনের চালে চাঁদ মুচকি হাসে


ওদের হাঁড়ির ভেতর আনন্দ ফুটবে ৷৷