তিরিশ বছর পর ফিরে এলাম
নদীর ঘাট কোথায়! শুয়ে আছে জেটি
নৌকা কোথায়! পারাপার করছে লঞ্চ
আর একটু এগোলে মাঝির ঘর
এখন একটা সবুজ রঙের বাড়ি


আচ্ছা পাখিরা গেল কোথায়?


এই মেঘলা বিকেলে দাঁড়িয়ে আছে সময়


জানলায় বসে ছিলে তুমি
পাখিরা কত গান গাইত
অথচ, বাড়িটা নেই আর


তুমি কিসের অভিমানে বসে আছ, এই অবেলায়
আমিও বা কার খোঁজে এলাম?