ভোররাতে মনের জানালা খুলে
শিশিরে ধুয়ে যাওয়া
তোমার আনন্দ মুখ
আজ ভীষন অনুভব করছি


শূন্যতার ভেতর চাওয়া পাওয়ার
বিষাদ অভিমান.....
শরীরের ভেতর থেকে মন তুলে
রোজ আমি ক্ষমা ফিরিয়ে নিচ্ছি


হেমন্তের পর শীত আসে
আসবে না ফিরে কিছুক্ষণের জন্য...
কুয়াশায় ভেজা পায়ের চিহ্ণটুকু
আসবে না ফিরে এই বারান্দায়
ভোরের রক্তিম হিম শিশিরে....৷৷