আমার বাড়ির ভেতর
গৃহকর্তার ভাঙ্গাচোরা মুখ
খিস্তি-খেউর,জাতাকলের চাপে
দীর্ঘ উঠোন,তার পাশে বসে রয়েছেন
অপলক মেঘচোখে
সভা চলবে,
লাঠালাঠি হানাহানি গালাগালি
কোন মহাভারতের পর্ব?
আমার চোখের সামনেই
তারা উলঙ্গ।


দুর্যোধনের দোষ কি?
দ্রোপদির দিকে অপরাধ মুখ
মরা চোখে তাকিয়েছিল,
যুধিষ্ঠির
তার কৃতকর্মের ফল
রাজ্যসভায় উলঙ্গ হও তুমি।


হে ধর্মরাজ,তুমি কি সত্যই জয়ী?
রাজসভায় তোমার নীরবতা
কোন ছলনায়
তোমার কান্না বদল।


আমার বাড়ির ভেতর
খিস্তি-খেউর
গোধূলি বেলায়
দু-দন্ড শান্তি দাও।