আমার মনে রং ধরেছে
উড়ে যায় একরাশি ফাগুনের বাতাস
থোকা থোকা স্থানীয় শঙ্খমেঘ
মেঘের ভিতর সূর্যের কিরণ
ছুটে আসে মনের উঠোনে
জ্বেলে দিয়ে যায় হাজার রং
মনের ভিতর এখন
ফাগুন মাসের দৌড়ঝাপ
কত কথা বলে
কত সুর ওঠে
যেখানে ইচ্ছে দাড়িঁয়ে থাকি
যেখানে ইচ্ছে চলে যাই
তবুও মনে ভাবি
তুমি নেই আমার পাশে।


স্বর্গের সিঁড়ির ধাপ
কটা আছে তুমি জানো?