নদীর মতো এঁকে বেঁকে
মিলিয়ে যায়............
তোমার দিঘল চোখ
ভাঙ্গাচোরা বাসর ঘরে,
আমার বাসর ঘর
লক্ষীন্দরের, লোহার বাসর নয়।


নদীর ঢেউ আছড়ে পড়ে
আমার ভাঙ্গাচোরা বাসর ঘরে
তারার মতো নদীর চোখ
ঝিলিক দিয়ে ওঠে
ভালোবাসার স্রোতের জলে
ভিজিয়ে দেয়...............
আমার ভাঙ্গাচোরা বাসর ঘর।