প্রাচীন পুকুর ঘাট
পাথরের সিঁড়ির গায়ে শ্যাওলা জমা
এক পায়ে দাঁড়িয়ে সুপারি গাছের সারি
সেই সুপারি গাছের ছায়ায়
পুকুরের জল শান্ত আর কালো
খাঁ খাঁ রোদ শুষে নেয় শরীর
বিন্দু বিন্দু ঘাম বাষ্প হয়ে ওড়ে
শরীরের আঙিনায় শান্তি আসে।


পাতা খসে পড়ার শব্দ
পাখিদের নিত্যনূতন কথা
প্রাচীন পুকুর ঘাটে।


এবার সবাই হাতে হাত ধরে দাঁড়াও
প্রোমোটারের শরীরী বাসনা
ভয়াল রাবন চোখ
প্রাচীন পুকুর ঘাটে।