নীলা ঢাকা আকাশ
ধূ....ধূ...সমুদ্র আর ঢেউ
এর মধ্যেই আছে আমার বন্দর
সেখানে বসে আছো তুমি
মুখ লুকিয়ে.....।


আমি খুঁজিনি তোমাকে
আমি শুধু দেখেছি বাইরের জগৎ
আমার সব ভালবাসায়
আমার আশা-আকাঙ্খায়
তুমি ছিলে....
আমার খেলার বন্ধু হয়ে
আমার আনন্দ হয়ে।


আমায় সুর শিখিয়েছো
আমি তোমার গান গাইনি।


আজ অবসর বেলায় তোমাকে
কাছে পেতে চাই।