শুকনো কখানা হাড়
তাই নিয়ে গর্ব তোমার
বাড়িঘর সব আমার
............শুধু আমার।


মধ্যরাতের অন্ধকার নিঃর্শত ক্ষমা চায়
সিংহদূয়ার ভেঙ্গে ভেতরে ঢুকে
পারেনি তাকে ভালবাসতে
অথচ অহংকারের সিঁড়ি  নুয়ে পড়ে
তুমি জানো,কিভাবে ভেঙ্গে পড়বে
তোমার দীর্ঘ পায়ের চাপে।


জুবুথুবু চাঁদ আলোর শেষ সীমানায় দাঁড়িয়ে
হঠাৎ অন্ধকার নেমে আসে
তোমার বরফের শরীর
গনগনে আগুনের ধারে
শুধু চিৎকার করে বলতে পারি
......এ আমার আপনজন।


বাতাস মুখ ফিরিয়ে নেয়
......এখন শবদেহ
ছাই হয়ে ফিরে আসে।