শিরিষ গাছের শুকনো গর্ভবতী ফল
হাওয়ার বেগে শোঁ......শোঁ শব্দ হয়
যেন সন্তান নষ্ট হওয়ার
বুক ফাটা আত্মচিৎকার।


আলোহীন আকাশের মধ্যে
নষ্ট চাঁদ যেন হাওয়ায় বেঁকে
ঘন মেঘের চওড়া বুকে
মুখ লুকিয়ে আছে।


ধান গাছের শিষের উপর
গর্ভবতী হয়েছে ধান,
খুশির হাওয়ায় দুলছে
তার হলুদ ঢাকা শরীর।


আমার প্রিয়তমার মুখে
দীর্ঘ থেকে দীর্ঘতর খুশি।


শিরিষ গাছের কান্না
আজও আমার বুকে
ঘন্টার ধ্বনির শব্দ বাজে।