ঝিলিকবাতি ঝিলিকবাতি
তুই কেন এত পাজি
বর্ষামুখর একলাদিনে
লোকটি যায় চলে
সবুজঘাসে পা-ডুবিয়ে আপনমনে
হঠাৎ মারলি কেন তাকে
বেশ তো ছিল একলামনে।


ঝিলিকবাতি ঝিলিকবাতি
তোর কি নেই মায়াদয়া
চারদেওয়ালের ইটের বাড়ি
মধ্যিখানে কাঁচের শার্সি
ভেঙে দিয়ে করলি খানখান।


ঝিলিকবাতি ঝিলিকবাতি
চলছি রাস্তা দিয়ে
হঠাৎ দেখি তোর
খামখেয়ালি বদমায়েশি মন
চলতিমাসে মারলি কটা
বল দেখি তুই।


ঝিলিকবাতি ঝিলিকবাতি
শ্বশাণঘাটে পারবি তুই আগুন দিতে।


সন্ধ্যাকাশে ঘরে ফেরা ক্লান্ত পাখির ঝাঁক
সবার মনজুড়ে ঝিলিকবাতির ডাক