তমাল গাছ দাঁড়িয়ে
আমার উঠোনে
শিকড়-উপশিকড় ছড়িয়ে
মাটির গভীরে
ব্যস্ত উঠোনে কাকভোর হলে
বউ-ঝিরা বাসন মাজে
একে অপরের  সুখ-দুঃখ ভালবাসা
নিজেদের মধ্যে ভাগ করে
থাকে পাশাপাশি।


তমাল গাছের ছায়ায় দুপুরবেলা
বাড়ির লোকেরা গল্পগুজব করতো।


ডাল থেকে ঝরে পড়ে
বিষন্ন বৃদ্ধ পাতা,
তমাল পাতার বিসর্জন
আমার উঠোনে।


ছড়িয়ে থাকতো শিকড়
উঠোনের গভীরে,
           আজ ছিন্নমূল।