কাছে আসলেই ভয় হয়
আবার যদি কিছু চাও
অথবা না দিলে ঝগড়া-গালিগালাজ
না থাকলে, সুখ না থাক, দুঃখ নেই।


স্বাধীন মুক্তডানার পাখি হয়ে
আকাশের নীল সমুদ্রে ঘুরে বেড়ানো
যেখানে খুশি, এক সীমানা থেকে অন্য সীমানায়
উড়ে চলে যাওয়া------।


বসন্তের গোধূলীলগ্নে ভেসে বেড়ানো
শীতের মিষ্টি রোদের উষ্ণতা---ডানায় ছুঁয়ে
নিশ্চিত মনে উড়ে যাওয়া---পাহাড় নদী।


কোকিলের ডাকে---হঠাৎ দেখি শূন্য চোখে
তুমি আমার শিয়রে দাঁড়িয়ে আছো,


মাথার উপর ঢালাই ছাদ
কখন ভেঙ্গে পড়বে
কেউ তা জানে না।