মনের ভেতর উঠোন জুড়ে রয়েছে
অবিন্যস্ত অন্ধকার মেশানো দিব্যকেশ
রচনা করে চলেছে
জটিল থেকে জটিলতার মুখ
চেষ্টা করেও খুলতে পারছি না
জট পাকানো কেশের মুখ।


দূরে দাঁড়িয়ে আছে মাস্তুল তোলা জাহাজ
নাবিক তাকিয়ে আছে ,পথ
সমুদ্রের ঢেউ বরাবর
একদিন বাড়ি ফিরে দেখবে
ভালবাসার একান্ত আপন মুখ
জট পাকনো কেশের মুখের মতন
খুঁজে আর পাওয়া যাচ্ছে না।