তারাদের আলো ফুটলে
সূর্য ঘুমিয়ে পড়ে
একটি ঘুমের ভেতর
সূর্যের মৃত্যু হয়
তুমি যদি না জাগো
তা হলে মৃত্যুই হয়
মৃত সূর্য ভোর আনে।


দলবদ্ধ বেলেহাঁস উড়তে উড়তে চলে আসে
নদীর জল রেখাপাতের উপরে
তারা জানে, জলের উপর কিভাবে মাছ ধরতে হয়
আরো জানে তারা ঢেউয়ের ধরন।