তোমার আর আমার মাঝখান দিয়ে
একটি অনিশ্চিত সেতু,
নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই মন
রোজ রাতে একটি অখন্ড ভালবাসা
কপাল ছুঁয়ে যেত
এখন দুর্বল দরজায় কড়া নাড়ার শব্দ।


আকাশের উঠোনে সিদূঁর লেপে দিচ্ছে ভোরের সূর্য
নরম আলোরা আছড়ে পড়ছে প্রবল ঢেউ হয়ে
আমার মন উড়ে যাচ্ছে তোমার ঘুম চোখে
স্বপ্নের ঘোরে তোমার অনুভব পেতে
এখন দুর্বল দরজায় কড়া নাড়ার শব্দ।


তখন তোমার সদ্য বিবাহের ঘ্রাণ
নিবিড় বেলায় সূর্য দেয় ডুব
আছে আলো আছে ছায়া খানিক
আকাশে ওড়ে দমছুট পাখি
এখন দুর্বল দরজায় কড়া নাড়ার শব্দ।