মৃত হবার আগে
      সূর্যের ক্ষয়িত আলোর চুম্বন
                  ধীরে ধীরে ফুরিয়ে যায়

শেষরাতের আকাশে ফোটা চাঁদের মতো
তখন একা হাঁটছিল
তার হিমশীতল আলো গড়িয়ে যায়
                         ইছামতির দিকে
শান্ত জলের ডানায় ভাসে নৌকা
গ্রাম্যগান ভেসে আসে
                   "সময় হলো এবার পার করো"

হে নাবিক চেয়ে দেখো
সূর্য ডোবার আলো জলে ভাসছে
বিন্দু বিন্দু সোনালী দানা
ঠিক যেরকম তারারা আকাশে ভাসে।