অভিমানি শেষরাত
কিছু সময়ের ব্যবধানে
আসবে সনাতন ভোর।


অলস পাতার ঝরে পড়া
পিঁপড়েরা ঢুকে পড়ছে ঘরে
রেণু মুখে ঝাঁকে ঝাঁকে
সূর্য ওঠার ফাঁকে উঠোনে দাঁড়িয়ে
গান গেল ভিখিরি ফকির
নিবু আলোয় মেঘমালা
তেজী ঘোড়ার লোমে ভালবাসা ঢালে
সে এসেছিল বর্ষাভেজা ভোর হয়ে।