চলো যাই হারিয়ে দূরে বহুদূরে
শীতদুপুরে বসি একপিঠ রোদ্দুরে
মনে আছে হারিয়ে যেতাম ছোটোবেলায়
কাশফুল বনে আমরা দুজনায়
একবুক নীল আকাশ নিয়ে হাত ধরাধরি করে ছুটতাম
কত আশা ভালবাসা নিয়ে আমকুড়াতাম
এখনও বসে থাকো জানলার পাশে
তাঁকে খুঁজে পাও কত লোক যায় আসে।

মনে আছে তোমার সেই কলেজ দিনের কথা
তখন তুমি অষ্টাদশী কত নীরব ব্যথা
আমার খুব জানতে ইচ্ছে করে
তুমি কি আগের মতই কবিতা পড়ো
এখনও কি কফি হাউসে কথার লড়াই করো
এখন বুঝি ওলোটপালোট ঝড়ে।

যখন যেতাম তোমার বাড়ি
দাঁড়িয়ে থাকতে পেয়ারা গাছের নীচে
কতো তোমার সঙ্গে করেছি আড়ি।

এখনও কি পারি আমরা দুজনায়
হারিয়ে যেতে কোনো নির্জনতায়।

তুমি কি ঠিক আছো
খুব ইচ্ছে করে জানতে।

পায়ে পায়ে বেলা যায়
আঁধার নেমে আসে দিন ফুরায়।