নদীর গভীরে শুয়ে
একাকী বিরহ চাঁদ
জলের ঢেউয়ের তালে
নিরন্তর ভেসে ওঠে,


বিরহের নদী পার হয়ে
ওপারে দাঁড়াতে পারিনি
দুটি পথ চলে গেছে
দু'দিকে অন্ধকারের আড়ালে।


পাখি হয়ে একা একা উড়েছি
শান্ত বীথিকার বনে।


অনন্ত বিরহের ভাবনা
মাথায় পচে যাওয়া বুদ্ধিতে
শুধু ঘুরপাক খায়।