পৌষের শেষে দাঁড়িয়ে আছে
ক্ষণজন্মা এক শীত
কুয়শার ভেতরে খোলা চুল
শব্দের কিনারে নীরব ভাষা
নিদ্রিত চোখ
শায়িত আছে নারী,
পুড়ে যাচ্ছে সমাজের ঘোর সংকটে
নিদারুণ ভালবাসার বোধ
মানবতা জুড়ে খরা
ভরা শরীরে পিষে যায় কামনা
কে ধরবে হাত
হাহাকারের শূন্যতায় মোড়া
কে কাঁদবে তাহাদের জন্য।


বেঁচে আছি শুধু... !