অনেক সুখ আর সুখের ভাষাগুলো
শব্দ হয়ে বেরোয়
নির্জন সমুদ্রের মতো
নদীর অনবদ্য গান
যেন
তানপুরার সুর হয়
তুমি এসেছিলে শব্দহীন পায়ে
নদীর বিস্তর ঠোঁটে
নিভৃতে স্নান করেছিলে
তবুও পারনি যেতে
নিষ্কাম প্রেমের গভীরে
ব্যাকুল রাধার মতো।


নদীর বালি নিয়ে
খেলা করে হাওয়া
কখনো কখনো ছোঁয়া লাগে
তার
কৃষ্ণচূড়ার ডালে।


নদীর দৃষ্টিপাত শুধু
তোমার জন্য।