যুদ্ধের কি প্রয়োজন আছে?
যুদ্ধের পর প্রিয় জনের মুখ হারিয়ে যায়,
আদিবার দেখা পেয়েছি
শান্ত আকাশের নীচে
খয়েরি রঙের বালির চোখে,
তার খেলে বেড়ানো, ইচ্ছে মতন
আজ ধূসর শব্দ বিলীন ভাবনা
আরবিলের ধ্বংস স্তূপের ভেতর
মলিন চুল শায়িত,অন্ধকারে।


পৃথিবীর যেখানেই যাই না কেন
নরম নরম ধোঁয়াশা পেরিয়ে, চোখ
ঐ দূরে আকাশের ছাদে
খুঁজে বেড়াবে, আদিবার নক্ষত্র ঘর।