সমদ্র ছোঁয় রাতের আকাশ
অবরুদ্ধ শ্বাস দমফাটা হাসি
নীরবতা আনে
আপন বলতে কে আছে
জমাট বাঁধা অন্ধকার
সাতটি তারার বাসর ঘর
উজ্জ্বল নক্ষত্রের ভীড়।


গর্ভবতী তিমির কান্না
এক ধ্রূবতারা আর্তি জানায়
নির্ভেজাল বেদনা গাঢ় হয়
আপন বলতে কে আছে
কেবলই ধূ- ধূ বিস্তর সমুদ্র।