অভিমান
         শে খ র  ঘো ষ


শিরিষ পাতা ঝরে যায়
বাতাসের মৃদু ঝংঙ্কারে
গোপনে কান্না আলগা হয়।
সোহাগী লাল জবা ফুল
শুকিয়ে যায় ভীষন রোদতাপে,
তোমার মনে জমে ছিল মেঘ
একটু অভিমানে গেলে ভুলে!