দুটো পেরিয়ে গেছে ঘড়ির কাঁটা
তুমি এখনও ফেসবুক করছো
রাতের ঘুমপাড়ানী আকাশ বেহালার সুর বাজায়
তোমার চশমার কাঁচ ঝাপসা হয়
আমার জানতে ইচ্ছে করে
বাঁচার মানে খুঁজে পাচ্ছো
আমার কোনো অভিপ্রায় নেই
তুমি না জাগলে আমি ঘুমিয়ে থাকতাম,
এখনও সুন্দর  পলাশ ফুল ফোটে
তোমার স্পর্শ পেয়েছিল তাই.....
এখন বসন্তের হাওয়ায় পাতায় পাতায় বেজে ওঠে পরাজয়ের সুর
আর আমি একা.....
প্রতিটি জীবনেই তো,এক ধূসর রং আছে
আমরাই ভাগ করি সুখ আর দুঃখের
তুমি অবাক চোখে দেখো,রাতের নীরব নৈঃশব্দ
তারপর ভোর হয়,পৃথিবীর বেদীতে আলোর অর্ঘ্য নিবেদন করে সূর্য।


উজান হওয়ায় নৌকার মতো
সম্পর্ক
চলে যাচ্ছে, দূরে আরো দূরে।।