যেতে দিও না
      শে খ র  ঘো ষ


তোমার মিষ্টি হাসিটাকে
কখনই যেতে দিও না
গভীর রাতের যন্ত্রনা যদিও...
বিষাদের ওড়নায় জড়ানো।


যদি বৃষ্টি হতাম
তোমার চোখ আর জমা বিষাদ
নিমেষে ধুয়ে দিতাম
অভিমান আর রাগ
তার উপরই করা যায়
যাকে সবচেয়ে বেশী
আপন মনে হয়
তুমি তোমার ঠোঁটে ঝুলে থাকা
মিষ্টি হাসিটাকে যেতে দিও না।


যেখানেই যাই না কেন
তোমার সাথে নিজেকে আপন করে
আমি খুঁজে পাই নিজের ছন্দ
কবিতার ছন্দ...
সেই মিষ্টি হাসিটাকে যেতে দিও না।