অনেক মানুষ অনেক পথ হেঁটে
কাজে চলে যায় উড়ালপুলের নিচ দিয়ে
কত গাড়ী কত বাস চলে যায় উড়ালপুলের নিচ দিয়ে
এবার থামাও ঘুষের হাতটা
খুব জোরে চেপে ধরো
ওরা বোঝে কতটুকু ব্যথা দিলে
মানুষ ক্ষিপ্ত হয়
ওরা বোঝে বাড়ির ছোট মেয়েটি ছুটির দিনে
বাবার হাত ধরে এ বাড়ি ও বাড়ি করতো
বাবার হাত ধরেই তার আনন্দ ছিল
আজ বাবার ছোঁয়া নেই
শায়িত তার বাবার সুঠাম নিথর দেহ
কতটুকু ঘুম আনে তার চোখে
দুর্ঘটনার দৃশ্যটা সবাই একদিন ভুলে যাবো
ওই মেয়েটি, একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস চেপে রেখেছে
ছোটো ওইটুকু বুকে বাকী জীবনটুকু কাটাবে বলে
ওরা পারবে এই দুঃখের ব্যবধান ঘোচাতে
সকলের ব্যস্ততা, কেউ কি জানতো এমন হবে
ওরা জানতো, ঘুষের কারবারিরা জানতো
কত দুধে কত জল মেশাতে হবে
আর কত দেখব এই অসহায় ছবি
এই অসহায় ঘটনা সবাই মানতে  বাধ্য
আর কত দেখব এমন অসহায় মৃত্যু
যারা জীবিত ছিল, এই মাত্র
তারা লাশ হয়ে বাড়ি ফিরবে
এই দেশে বাস করে কি লাভ
অকারনেই মানুষগুলোর মৃত্যু হয়।