কোকিল ভোরে দাঁড়ালে এসে
হাতে একটি গোলাপ নিয়ে
ফাঁকা ঘর,রাশি রাশি ধোঁয়া
তবুও যায় না তাকে ছোঁয়া।

যদি কোনোদিন হারিয়ে যাই
কোনো এক গহীন বনে
মনে রেখো,ভুলে যেয়ো না তাকে।

আঁধার দিয়ে সূর্য ঢাকা যেমন
তোমার মন পাথর দিয়ে ঢাকা
একদিন ভোর আসবে
যদি ইচ্ছে না হয়
কি হবে? শুধু শুধু মনে রেখে।

প্রাণহীন পাতাগুলো ঝরে ঝরে পড়ছে
মরা ঘাসের ওপর
জমি জানে,তার বুকে জ্বলে উঠবে আগুন।