কপালের লেখা খন্ডাবে কে?


বনের ভেতর চোখ হারা তুই
কাঠ কুড়োতে সন্ধ্যা হয়
পাতার পোশাক পরা কই।।


আহার জোটা হয়নি তোর
সুখকে দিলি চাঁদের কাছে
চাঁদ উঠেছে অন্য ঘরে
অভুক্ত চূড়ির কান্না
করলো তোকে ভোর।।


ভোরের বেলায় ডাকল পাখি
রাতে খাওয়া হয়নি তোর
মার কাছে লুকিয়ে রাখিস
মেঘ জমা আঁখি।।